Wellcome to National Portal
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ সেপ্টেম্বর ২০২৪

খনন শাখা

শাখাঃ খনন

(Branch: Drilling)

শাখা প্রধানঃ জনাব মোঃ মহিরুল ইসলাম

                পরিচালক (খনন প্রকৌশলী)

ফোন (অফিস): ০২ ৫৮৩১২১৪৩

মোবাইল: ০১৭১৫৩১৩৪৪০

ই-মেইল: mohirul.islam@gsb.gov.bd

 

 

ড্রিলিং শাখা দেশের মূল্যবান খনিজ সম্পদ অনুসন্ধান কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, কাঁচবালি, লোহা, কপার সহ মূল্যবান খনিজ সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বিভিন্ন গভীরতায় কূপ খননের পাশাপাশি অধিদপ্তরের অন্যান্য শাখা/ উপশাখার বিবিধ কার্য সুষ্ঠভাবে সম্পন্ন করে থাকে।

 

লোকবলঃ

১। জনাব খোন্দকার রবিউল ইসলাম, উপ-পরিচালক (খনন প্রকৌশল)

২। জনাব মোঃ মাসুদ রানা, উপ-পরিচালক (খনন প্রকৌশল)

৩। জনাব মোঃ মামুনুর রশিদ, উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশল), বিএমডি’তে প্রেষণে কর্মরত

৪। জনাব মঈন উদ্দিন আহমেদ, উপ-পরিচালক (খনন প্রকৌশল)

৫। জনাব মোঃ মিনহাজুল ইসলাম, উপ-পরিচালক (খনন প্রকৌশল)

৬। জনাব তানভীরুল হাসান, ঊর্ধ্বতন মাড প্রকৌশলী

৭। জনাব মোঃ নাজমুল হোসেন খান, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশল)

৮। জনাব মঞ্জুর আহমেদ ইলাহী, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশল)

৯। জনাব মোঃ রোকনুজ্জামান, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশল), বগুড়া ক্যাম্প দপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে কর্মরত

১০। জনাব আল হাসীব মোঃ তাসফিকুল ইসলাম, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশল)

 

শাখার দায়িত্ব ও কার্যাবলী:

খনিজ সম্পদ অনুসন্ধান ও বিস্তৃতি নির্ণয়ের লক্ষ্যে জিএসবি এবং সরকারি অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক চাহিদা মোতাবেক বহিরঙ্গন কর্মসূচীর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে খনন কার্য পরিচালনা করা এ শাখার প্রধান কাজ। এ লক্ষ্যে

  • খননের জন্য নির্ধারিত স্থানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ,
  • নির্ধারিত স্থানে চাহিদা মোতাবেক কূপ খনন ও নমুনা সংগ্রহ,
  • খননের লগ তৈরি ও সংরক্ষণ,
  • ভূপদার্থিক লগিং এর জন্য কূপ সঠিকভাবে প্রস্তুতকরণ,
  • খনন চলাকালীন স্থাপিত কেসিং পুনরুদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণ,
  • খননকৃত কূপের যথাযথভাবে সিমেন্টেশন কার্যক্রম সম্পন্নকরণ,
  • ড্রিলিং রিগ, মাড পাম্প, ড্রিল রড, ড্রিল বিট, কেসিং ইত্যাদিসহ খনন কার্যক্রমের জন্য প্রয়োজনী যন্ত্রপাতি, মাড অ্যাডিটিভস ও আনুষঙ্গিক মালামাল সংগ্রহ, ব্যবহার ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণ,
  • খনন কার্যক্রম শেষে ব্যবহৃত ভূমি পূর্বাবস্থায় আনয়নপূর্বক হস্তান্তর।